এই ফল ধরলেই 'রক্তে' ভিজবে হাত!

রক্ত গোটা ফলটি দেখা যায় পাহাড়ি অঞ্চলে। এর রস এতটাই লাল হাতে নিলে রক্তে ভিজে গেছে মনে হয়। 

আসলে কিন্তু তা রক্ত নয়। ফলের রস অনেকটা লাল, তাই মুখে দিলে মনে হয় মুখে রক্ত লেগে আছে।

অনেকেই বলেন, এই ফল সম্ভবত বাংলাদেশের রাঙামাটির পাহাড়ি অঞ্চলে প্রথম মেলে। 

তবে চট্টগ্রামের বাজারে ডায়াবেটিক ফল হিসেবে বিক্রি করা হয়।

এটি বুনো ফল। নাম ‘রক্ত ফল’। অনেকেই বলেন রক্ত গোটা ফল। ইংরেজিতে ব্লাড ফ্রুট। 

ফলটি পাহাড়িদের কাছে ভিন্ন ভিন্ন নামে পরিচিত। চাকমারা বলে রসকো, ত্রিপুরারা তাইথাক। 

অন্য সম্প্রদায়েরও রয়েছে নিজস্ব সম্বোধন। কয়েক বছর ধরে বাড়ছে ফলটির চাহিদা।

শুধু সুস্বাদু ও 'পুষ্টিগুণের' মধ্যেই এই ফল সীমাবদ্ধ নেই। বিভিন্ন শিল্পে রং হিসেবে এ ফল কাজে লাগানো সম্ভব। 

ফলটি কাঁচা অবস্থায় সবুজ ও পাকলে লাল। খোসা ও বিচির মাঝখানের মাংসল অংশটা লাল রক্ত রঙের রসে ভরা। 

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন

রক্ত গোটা ফলটি দেখা যায় পাহাড়ি অঞ্চলে। এর রস এতটাই লাল হাতে নিলে রক্তে ভিজে গেছে মনে হয়।