এসি আর ফ্যান কি একসঙ্গে চালানো ঠিক?
গরমকালে এসি-র সঙ্গে সঙ্গে সিলিং ফ্যানও চালিয়ে দেন অনেকে৷
বহু মানুষেরই ধারণা থাকে, এসি-ফ্যান একসঙ্গে চালালে ঘর তাড়াতাড়ি ঠান্ডা হবে৷
কিন্তু এসি আর ফ্যান কি একসঙ্গে চালানো উচিত?
এসির সঙ্গে ঘরে ফ্যান চালালে ঘরে তাড়াতাড়ি ঠান্ডা অনুভূত হয়৷
ঘরের কোণে কোণে এসি-র ঠান্ডা হাওয়াকে ছড়িয়ে দিতে পারে ফ্যান৷
এর ফলে এসি-র উপরেও চাপ কম পড়ে৷
কারণ ফ্যান চালিয়ে রাখলে এসি-র টেমপারেচর ২-৪ ডিগ্রি বাড়িয়ে রাখা যায়৷