নীল জলের বোতল ঝোলালে কুকুর পালায়?
অনেকেই বাড়িতে নীল জলের বোতল ঝোলান কুকুরের জ্বালায়
কিন্তু সত্যি কী নীল জলের বোতল ঝোলালে কোনও লাভ হয়
কলকাতা ও শহরতলীর অনেক বাড়িতেই নীল জলের বোতল দেখা যায়
অনেকেই বাড়ির সামনে নীল গুলে সেই বোতল দড়ি দিয়ে ঝুলিয়ে রাখেন
তাতে নাকি কুকুরের উৎপাত বেশ কিছুটা কমছে বলে মনে করা হয়
কেউ কেউ বলছেন বোতল ঝুলিয়ে লাভ হচ্ছে না, কুকুর কুকুরের কাজই করছে
বিজ্ঞানীরা বলছেন কুকুরের উৎপাতের সঙ্গে নীলের কোনও কারণ নেই
কোনও পশুকে এ ভাবে কোনও রঙের বোতল ঝুলিয়ে দূরে রাখা সম্ভব নয়
রেটিনায় কম সেল থাকার জন্য কুকুর রং সেভাবে দেখতেই পায় না
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন