প্রথমে যা করতে হবে যে কানে জল ঢুকেছে সেই দিকে মাথা কাত করে কিছুক্ষণ লাফান।
মাথা যেন কাঁধের সঙ্গে লেগে বা ছুঁই ছুঁই করে কাত থাকে। এভাবে লাফালে জল বেরিয়ে আসবে কান থেকে।
যে কানে জল ঢুকেছে, সেই দিকে মাথাটি কাত করুন। তারপর হাতের তালু রাখুন কানের ওপরে এবং চাপ দিন।
চাপ দিয়েই হাতটি সরিয়ে নিন।
এভাবে কয়েক বার করলে জল বেরিয়ে আসবে। যতক্ষণ জল না বেরোয় হাত দিয়ে কানে চাপ দেবেন!
একটা লম্বা শ্বাস নিন। এবার আঙুল দিয়ে নাকের ফুটো চেপে ধরে নিশ্বাস বাইরের দিকে বের করার চেষ্টা করুন।
এতে কানে চাপ পড়বে। জল বাইরে বেরিয়ে আসবে।
চুইংগাম চিবোন। এতেও কানে প্রেসার পড়বে। জল বাইরে বেরিয়ে আসবে।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন