News 18 বাংলা

শীতের পোশাক থেকে উঠছে রোঁয়া? সমাধান হাতের মুঠোয়

Editor: Ankita Tripathi 

দামি শীতের পোশাকের সৌন্দর্য নষ্ট করে দেয় এই রোঁয়া ওঠার সমস্যা 

কয়েকটি ছোট্ট কয়েকটি হ্যাক জেনে নিলেই দিব্যি নিষ্পত্তি মিলবে এই সমস্যায়৷

শুধু তাই নয়, এই পদ্ধতিগুলি মেনে শীতের পোশাক পরিষ্কার করলে পুরনো সোয়েটার, মাফলারও দেখাবে নতুনের মতো

সেলোটেপ: রোঁয়া তোলার সবচেয়ে সহজ উপায় হলো মোটা টেপ ব্যবহার করা।

টেপটি কাপড়ের ওপর লাগিয়ে দ্রুত টেনে তুলুন। রোঁয়াগুলো টেপে লেগে যাবে এবং কাপড় পরিষ্কার দেখাবে

চিরুনি: পাতলা চিরুনি দিয়ে কাপড়ের ওপর আস্তে আস্তে আঁচড়ালে ছোট ও বড়—দু’ধরনের রোঁয়াই উঠে যায়

ভিনিগার: শীতের পোশাক ধোয়ার সময়েই জলে মিশিয়ে দিন সাদা ভিনেগার, এটিও রোঁয়া তোলার খুব সহজ উপায়৷

রেজার: চুল তোলার জন্য আলতো করে রোঁয়া ওঠা পোশাকের উপর চালিয়ে দিন, এভাবেও তোলা যাবে রোঁয়া

ঢিলে হয়ে গিয়েছে প্রেশার কুকারের রবার? ২ মিনিটে হয়ে যাবে ‘টাইট’! 

পড়তে ক্লিক করুন