কব্জি ডুবিয়ে মাছ খাচ্ছেন। হঠাৎ ছন্দপতন! গলায় বিঁধে গেল কাঁটা।
কাঁটা সরাতে গিয়ে কী নাজেহাল হতে হচ্ছে। কোন কোন পদ্ধতি অবলম্বন করবেন জেনে নিন।
বাড়িতে কলা থাকলে খানিকটা কামড়ে নিয়ে গিলে নিলে কাঁটা সরে যায়।
কলার সঙ্গেই পেটের ভিতর চলে যাবে। ধীরে ধীরে অ্যাসিড সেই কাঁটাকে গলিয়ে দিতে সক্ষম।
পাতিলেবুতে অল্প একটু নুন মাখিয়ে সেই রস খেয়ে ফেলুন। সাইট্রিক অ্যাসিডে কাঁটা নরম হয়ে পেটে চলে যায়।
একইরকম কাজ হয় জলে ভিনিগার মিশিয়ে খেলে বা সোডা খেলে।
ভাতের ছোট ছোট দলা বানিয়ে গিলে ফেলার চেষ্টা করুন।
জোরে জোরে কাশার চেষ্টা করবেন। বেশিরভাগ মাছের কাঁটা গলার পিছনে, টনসিলের চারপাশে আটকে যায়।
জোরে কাশলে কাঁটাটি সরে যেতে পারে। বেরিয়ে আসতে পারে।
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)