মাছের কাঁটা গলায় বিঁধলে কী করবেন? ঘরোয়া উপায়ে কয়েক সেকেন্ডে মিলবে মুক্তি!
মাছ খেতে সবাই ভালবাসি। কিন্তু গলায় কাঁটা আটকে যাওয়ার ভয়ে অনেকেই মাছ থেকে দূরে থাকি।
তবে চিন্তা নেই ঘরোয়া টোটকাতেই মিটে যাবে সব ঝামেলা। কাঁটা খুঁজেও পাওয়া যাবে না।
গলায় কাঁটা বিঁধলে শুকনো সাদা ভাত চটকে দলা পাকিয়ে গোল গোল ছোটো বলের মতো বানিয়ে তা গিলে খেয়ে ফেলুন।
পাকা কলা এক কামড়ে একটু বেশি করে নিয়ে অল্প চিবিয়ে গিলে নিন। এতেও কাঁটা নেমে যায়।
এক টুকরো লেবুতে হালকা নুন মিশিয়ে লেবুটি চুষে খেয়ে নিন। লেবুর অম্লতা ও লবণের লবণাক্ততা মিলিতভাবে কাঁটাটিকে পাতলা করে গলিয়ে দেবে।
জলের সঙ্গে সামান্য ভিনেগার মিশিয়ে খেলে আটকে থাকা কাঁটা খুব সহজেই গলা থেকে নেমে যায়।
গলায় কাঁটা বিঁধলে দেরি না করে এক চা চামচ এডিবল অলিভ অয়েল খেয়ে নিন। ঝট করে কাঁটা নেমে যায়।
সোডাতে লেবু মিশয়ে খেয়ে নিন। ঢোক গিলুন। নেমে যাবে কাঁটা!
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন