সাবান মাখলে বেশি মশা কমড়ায়? গোপন রহস্য জানলে চোখ কপালে উঠবে

গ্রীষ্মকালে মশার উপদ্রব বাড়ে। মশা থেকে বাঁচতে  বিভিন্ন ধরনের উপায় নিতে হয়।

ধূপ বা মশা তাড়ানোর মেশিন ব্যবহারের সঙ্গে সঙ্গে মশা তাড়ানোর ক্রিমও ব্যবহার করেন অনেকে।

তবে কিছু সমীক্ষা থেকে জানা গিয়েছে যে বিশেষ কিছু সাবান ব্যবহার করলে বেশি মশা কামড়াতে পারে।

 এমনই বলছেন ভার্জিনিয়া পলিটেকনিক ইনস্টিটিউট এবং স্টেট ইউনিভার্সিটির গবেষকরা

একটি গবেষণায় দেখা গিয়েছে যে কিছু  এমন সাবান আছে  মশার জন্য চুম্বকের মতো কাজ করে। এই সব সাবান মাখলেই মশা বেশি কামড়ায়।

আইসায়েন্স জার্নালে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, যে এমন পাঁচ ধরনের জিনিস আছে যা মশাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে। এর মধ্যে রয়েছে আমেরিকায় ব্যবহৃত চারটি ব্র্যান্ডের সাবান ।

গবেষণায় দেখা গেছে যে ফলের গন্ধযুক্ত বা লেবু-গন্ধযুক্ত সাবান মশাকে বেশি আকর্ষণ করে। 

গবেষণায় আরও দেখা গিয়েছে, নারকেলের গন্ধও মশা তাড়াতে পারে। নারকেল এবং ভ্যানিলার গন্ধ পছন্দ করে না

বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে নারকেল তেল একটি প্রাকৃতিক প্রতিরোধক।তাই মশা থেকে মুক্তি পেতে হলে শরীরে নারকেল তেল লাগাতে হবে। 

Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন