রসুনের খোসা ছাড়ানোর সহজ উপায়! নখ, ছুরি ছাড়াই!

রসুন কোয়া ছাড়িয়ে রান্নার এক ঘণ্টা আগে ভিজিয়ে রাখুন জলে। এরপর হাত দিয়ে ঘষলেই খোসা উঠে যাবে।

রসুন ছাড়ানোর আগে একটি পাত্রে নিয়ে তাতে সামান্য জল দিয়ে মাইক্রোওভেনে ঢুকিয়ে মিনিট দশেক গরম করতে দিন।

এতেও নরম হয়ে যাবে খোসা। এবার জল ঠান্ডা হলে ঝটপট ছাড়িয়ে ফেলুন রসুন।

বাড়িতে সবার রুটি বেলুনি থাকে। কাজে লাগবে বেলুনি!

এবার যে রসুন ছাড়াবেন সেগুলো এক জায়গায় রেখে বেলুনি দিয়ে ভাল করে চার পাঁচবার বেলে নিন।

 বেলুনির ঘষায় এমনিই খোসা আলাদা হয়ে যাবে!

রসুন গুলোকে কোয়া থেকে ছাড়িয়ে একটা একটা করে আলাদা করুন।

এবার রসুনের মাথাটা মাটিতে একটু ডলে থেতলে নিন। এবার সামান্য ঘষলেই কাজ সহজ হবে!

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন

কি-বোর্ড ব্যবহার করতে গেলে কিছু শর্টকাট জানতেই হয়। এতে অনেক কম সময়ে অনেক বেশি কাজ সেরে ফেলা সম্ভব হয়। 

কম্পিউটারের কাজ হবে আরও তাড়াতাড়ি

Windows Key + D Letter Key / Windows Key + M Letter Key: কোনও উইন্ডো খুলে রেখে কাজ করতে করতে হঠাৎ তা মিনিমাইজ করার প্রয়োজন হলে

নিমেষে My Computer খুলতে চাইলে ব্যবহার করা যেতে পারে একটি শর্টকাট— Windows Key + E Letter Key। 

Windows Key + D Letter Key অথবা Windows Key + M Letter Key একই সঙ্গে চাপলে সঙ্গে সঙ্গেই দেখা যায় পিসি বা ল্যাপটপের উইন্ডো মিনিমাইজ হয়ে গেছে। 

Ctrl + C বা Ctrl + V ব্যবহার করে কপি-পেস্ট করা যায়। কিন্তু এর পাশাপাশি আরও অনেক রকম শর্টকাট তৈরি করে নেওয়া যায়। 

Windows Key + L Letter Key দু’টি একসঙ্গে চেপে শর্টকাট করতে পারলে স্ক্রিনে স্যুইচ করার সুযোগ পাওয়া যায়

Windows Key + R Letter Key: এই দুটি ‘কি’ একসঙ্গে চাপলে সরাসরি 'Run' ডায়ালগ বাক্সে চলে যাওয়া যাবে।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন

Your Page!