৫ ভাষায় বলুন ‘নমস্কার’! এক নজরেই শিখুন
‘নমস্কার’, ‘হ্যালো’, ‘হোলা’ দিয়েই শুরু। আর এই পথে যাত্রা করলেই নতুন ভাষার সঙ্গে পরিচয়ের সূচনা।
অভিবাদন দিয়েই তৈরি হয় মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক বজায় রাখার গোপন সূত্র।
পৃথিবীতে অসংখ্য ভাষা। এই একটি অনুভূতি আসে বিভিন্ন শব্দ থেকে।
জানতে চান এই ‘নমস্কার’, ‘হ্যালো’র কোন ভাষায় কী প্রতিশব্দ আছে? দেওয়া হল ৫টি উদাহরণ।
জাপানিজ ভাষায় ‘নমস্কার’-এর প্রতিশব্দ হল ‘কন্নিচিওয়া’।
কোরিয়ান ভাষায় ‘নমস্কার’-এর প্রতিশব্দ হল ‘আন্নেয়ং হাসেও’। কেবল ‘আন্নেয়ং’ বলা যায় ছোটদের বা খুব কাছের মানুষকে।
অভিবাদনের শব্দের নিরিখে স্পেনীয় ভাষার সঙ্গে মিল রয়েছে ইংরেজির। ইংরেজিতে যা ‘হ্যালো’, স্পেনীয়তে তা-ই ‘হোলা’।
চিনা ভাষায় ‘নমস্কার’-এর প্রতিশব্দ হল ‘নি হাও’।