রান্নাঘরের এই চার জিনিস আরশোলার যম!

বাড়িতে আরশোলার উপদ্রব থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যেতে পারে।

আরশোলা তাড়ানোর জন্য নিমের ব্যবহার করা যেতে পারে। বাড়ির যে কোণগুলিতে আরশোলা থাকে, সেখানে নিম পাউডার বা তেল ছিটিয়ে দিতে হবে।

আরশোলারা সেই গন্ধ সহ্য করতে পারে না। ফলে সেখান থেকে চলে যাবে।

আরশোলা তাড়ানোর জন্যও তেজপাতাও কার্যকরী। কয়েকটি তেজপাতা নিয়ে সেটিকে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে হবে।

তার পর দু'তিন চামচ পাউডার গরম জলে ফোটাতে হবে। তার পর সেই মিশ্রণ ঠান্ডা হলে বাড়ির কোণগুলিতে ছিটিয়ে দিতে হবে। কয়েক মুহূর্তেই আরশোলা দূর হয়ে যাবে।

লবঙ্গ আরশোলার যম। লবঙ্গ গুঁড়ো করে তা যে জায়গাগুলিতে আরশোলা আছে, সেখানে ছড়িয়ে দিতে হবে।

লবঙ্গের গন্ধ আরশোলা সহ্য করতে পারে না। ফলে সেখান থেকে তারা পালিয়ে যায়।

বেকিং সোডা দিয়েও আরশোলা তাড়ানো যায়। এক চা চামচ বেকিং পাউডারের সঙ্গে এক চা চামচ গুঁড়ো করা চিনি মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণই আরশোলার উপদ্রব কমাতে সাহায্য করবে।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন