প্রথমে ২ গ্লাস জল গরম করে নিন। এতে দু’টি কাটা লেবু দিয়ে ভাল করে ফুটিয়ে নিন। তারপর পা ভিজিয়ে রাখুন ৫ মিনিট।
এর পর কাটা লেবুর খোসায় ক্লিনজার এবং স্ক্রাব ঢেলে নিন। যদি ক্লিনজার পাওয়া না যায় তবে শ্যাম্পু ব্যবহার করতে পারেন।