পুজোর আগে বাড়িতেই পেডিকিওর

পেডিকিওরের প্রথম ধাপ হল পা ভিজিয়ে রাখা। এটি করার জন্য প্রয়োজন হবে গরম জল।

প্রথমে ২ গ্লাস জল গরম করে নিন। এতে দু’টি কাটা লেবু দিয়ে ভাল করে ফুটিয়ে নিন। তারপর পা ভিজিয়ে রাখুন ৫ মিনিট।

এর পর কাটা লেবুর খোসায় ক্লিনজার এবং স্ক্রাব ঢেলে নিন। যদি ক্লিনজার পাওয়া না যায় তবে শ্যাম্পু ব্যবহার করতে পারেন।

স্টেপ ২-এ ঘরে বসেই তৈরি করবেন DIY ফুট ক্রিম।

এটি তৈরি করতে ১ চা চামচ নারকেল তেল, বেবি অয়েল এবং ১ চা চামচ সোডা নিয়ে ভাল করে মিশিয়ে নিন।

সেই পেস্ট সারা রাত লাগিয়ে ঘুমাতে পারেন।

এটি ফাটা গোড়ালি সারায়।

 এবং সমস্ত ট্যানিংও চলে যাবে।

সাদা চাল আর নয়! আজ থেকেই পাতে রাখুন এই ভাত

ক্লিক করুন