রাজ্যে বাড়ছে অ্যাডেনোভাইরাস-এর আতঙ্ক!
ঋতু পরিবর্তনের সময় সর্দি, কাশি জ্বর নতুন কিছু নয়।
কিন্তু, করোনার পর থেকে আমরা এই দীর্ঘদিনের চেনা অসুখগুলো নিয়েও যেন ভয় পেতে শুরু করেছি
সম্প্রতি যা শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে অ্যাডেনোভাইরাস
৬ মাস থেকে ৫ বছর বয়সি বাচ্চারা এই ভাইরাসে বেশি করে আক্রান্ত হয়
কী করে বুঝবেন যে আপনার বাচ্চার শরীরে অ্যাডেনোভাইরাস বাসা বেঁধেছে?
হঠাৎ করেই ধুম জ্বর এসেছে, অনেক চেষ্টা করেও জ্বর নামানো যাচ্ছে না, এছাড়া নাক দিয়ে কাঁচা জল গড়াচ্ছে, কিংবা, দমকে দমকে কাশি, গলাব্যথা
তাছাড়া, 'পিঙ্ক আই' বা লাল চোখ এই অ্যাডেনোভাইরাস সংক্রমণের অন্যতম লক্ষণ
সঙ্গে হাত কিংবা পায়ের পাতায় দেখা দিতে পারে লাল গুটি গুটি র্যাশ
অ্যাডেনোভাইরাস সাধারণত, চোখ, কান,শ্বাসনালী, ফুসফুস, খাদ্যনালী এমনকি স্নায়ুতন্ত্রেও সংক্রমণ ছড়ায়
বড়দের ক্ষেত্রে অ্যাডেনোভাইরাস সংক্রমণের ৩ থেকে ১০ দিন পরে পেটের সমস্যাও দেখা দিতে শুরু করে
এছাড়়া, সংক্রমণ সেরে যাওয়ার ১০-১৫ দিন পরেও থেকে যেতে পারে দুর্বলতা
কেউ অ্যাডেনোভাইরাসে আক্রান্ত হয়েছেন কি না, জানতে তার রক্ত পরীক্ষা, চোখ-নাক-গলার সোয়াব টেস্ট, পায়খানা পরীক্ষা এবং বুকের এক্স-রে করা হয়ে থাকে
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন