চকোলেট ডে: ভালোবাসার মিঠে উপহার চকোলেট!

চকোলেট ডে-তে কাছের মানুষকে উপহার দেওয়া যেতে পারে চকোলেট।

চকোলেটের মিষ্টত্বের ছোঁয়াতেই ভালোবাসার সম্পর্কও মধুর হয়ে উঠবে।

মন খারাপ থাকলে চকোলেট খেলে মুহূর্তেই ভালো হয়ে যাবে মন।

এতে থাকা রাসায়নিক যৌগ মনের ভালোবাসার অনুভূতি বৃদ্ধিতে সাহায্য করে।

চকোলেট তৈরিতে ব্যবহৃত কোকোয় থাকা পলিফেনল মানসিক চাপ কমায়।

ডার্ক চকোলেট ও মিল্ক চকোলেট– দুই ধরনের চকোলেটই কাটিয়ে দেবে স্ট্রেস।

চকোলেটে থাকা ফ্লেভানল মস্তিষ্কের কার্যকারিতা ও শক্তি বৃদ্ধিতে সহায়তা করে।

এমনকী প্রবীণদের মধ্যে অ্যালজাইমার্সের মতো রোগের ঝুঁকিও কমিয়ে দেয়।

ডার্ক চকোলেট কার্ডিওভাসকুলার রোগ ও স্ট্রোকের আশঙ্কা কমায়।

উচ্চ রক্তচাপের রোগীরা চকোলেট খেলে নিয়ন্ত্রণে আসবে রক্তচাপ।

গবেষণা বলছে, কিডনির উপরেও ডার্ক চকোলেটের কার্যকরী প্রভাব রয়েছে।

রেনাল টিস্যুর অক্সিজেনেশন বজায় রাখে ডার্ক চকোলেটের ফ্লেভানল।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন