Cream Section Separator
চুল বেঁধে রাখলে বেশি লম্বা হয় নাকি খোলা রাখলে?
Cream Section Separator
লম্বা, ঘন চুল বেশিরভাগ মহিলারই স্বপ্ন। চুল ভাল রাখতে দামি তেল, শ্যাম্পু থেকে পার্লারে গিয়ে ট্রিটমেন্ট। হরেক উপায় অবলম্বন করে থাকেন অনেকে।
Cream Section Separator
একটি প্রশ্ন সবার মনে থাকে যে চুল খোলা রাখলে বেশি লম্বা হয় নাকি বেঁধে রাখলে? এই ছোট্ট ভুলেই বড় ক্ষতি হয় চুলের
Cream Section Separator
চুল সবসময় খোলা রাখলে এর প্রভাব সরাসরি তাদের স্বাস্থ্যের উপর পড়ে।
Cream Section Separator
খোলা চুল ধুলা-ময়লা, দূষণ এবং সূর্যের আলোতে সরাসরি সংস্পর্শে আসে।
Cream Section Separator
চুলের আর্দ্রতা কমে যায় এবং তাদের মধ্যে শুষ্কতা, খুশকি এবং ভাঙার সমস্যা বেড়ে যায়।
Cream Section Separator
ক্রমাগত খোলা রাখলে চুল দুর্বল হতে শুরু করে, চুল পড়তে শুরু করে এবং তাদের লম্বা হওয়ার গতি ধীর হয়ে যায়।
Cream Section Separator
তাই চুল বেঁধে রাখাই ভাল। খোঁপা, বিনুনি বা হালকা পনিটেলই ধুলো-ময়লা, দূষণ থেকেই রক্ষা করবে চুলকে
ঢিলে হয়ে গিয়েছে প্রেশার কুকারের রবার? ২ মিনিটে হয়ে যাবে ‘টাইট’!
পড়তে ক্লিক করুন