ব্লাড সুগারে কি ডাবের জল পান করা যায়?

ডাবের জলে কার্বোহাইড্রেড আছে৷ তাই সতর্কতা নিতেই হবে৷ বলছেন পুষ্টিবিদ অঞ্জলি পেশওয়ানি৷

অঞ্জলির মতে, যাঁদের রক্তে শর্করা নিয়ন্ত্রিত এবং যাঁরা ওয়ার্ক আউট করেন, তাঁরা দিনে একটি ডাবের জল খেতে পারেন মালাই ছাড়া৷

যাঁদের ব্লাড সুগার অনিয়ন্ত্রিত, তাঁদের ডাবের জল পান নিষেধ, বলছেন অঞ্জলি৷ কারণ রক্তে গ্লুকোজ বেড়ে যায়৷

মধুমেহ রোগীদের খেতে হবে প্রাকৃতিক ডাবের জলই৷ ক্যানবন্দি বা অতিরিক্ত চিনি মেশানো ডাবের জল পান চলবে না৷

ডাবের জল খেলেও এর শাঁস বা মালাই, নারকেলের ফোঁপড়া, নারকেল খাবেন না মধুমেহ রোগীরা৷

ব্লাড সুগার থাকলে সব সময় সকালে খালি পেটে ডাবের জল পান করতে হবে৷

ওয়ার্ক আউটের পরও ডাবের জল পান করতে পারেন৷

কিডনির সমস্যা, রিউম্যাটিজম, বা অন্তঃসত্ত্বা অবস্থায় ডায়াবেটিস হলে ডাবের জল পান করা ঠিক নয়৷

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন