চুল গজানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পেপারমিন্ট অয়েল
চুল যখন গজাতে থাকে, অথবা বাড়ে, তখনই পেপারমিন্ট অয়েল ব্যবহার করতে হবে।
শুধু তা-ই নয়, চুলের ফলিকলের সংখ্যাও বৃদ্ধি করে এই এসেন্সিয়াল অয়েল।
চুল ঘনত্ব বাড়াতে সাহায্য করে রোজমেরি অয়েল
চুলের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই অয়েল।
মিনোক্সিডিলের তুলনায় খুবই কম নেতিবাচক প্রভাব রয়েছে রোজমেরি অয়েলের।
চুলে বা স্ক্যাল্পে সংক্রমণ এবং প্রদাহ রোধ করতে সক্ষম থাইম এসেন্সিয়াল অয়েল
থাইমের মধ্যে রয়েছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বা প্রদাহ রোধকারী উপাদান।
চুলের ফলিকলগুলিতে রক্ত সঞ্চালন যাতে ভালো ভাবে হয়, তার জন্য সাহায্য করে থাইম।
অতি দ্রুত চুলের বৃদ্ধিতে ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল