চুল বেঁধে ঘুমালেই বিপদ!
রাতে ঘুমাতে যাওয়ার আগে বেশিরভাগ মহিলাই চুল বেঁধে নেন।
কারণ অনেকেই মনে করেণ যে, চুল বেঁধে ঘুমালে চুলের ডগা ফেটে যাওয়ার আশঙ্কা কমে যায়।
কিন্তু সত্যি কী তাই?
বর্তমান সময়ের বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে, চুল বেঁধে ঘুমালে লাভের থেকে ক্ষতিই অনেক বেশি হয়।
এতে চুল পড়ে বেশি, ফলে টাক পড়ার মতো সমস্যা বেশি দেখা যায়।
অল্প বয়সেই অনেকেরই চুল পড়ে যাওয়ার সমস্যা দেখা দিয়েছে, টাক পড়ে যাবে বলে মনে হচ্ছে।
সেই ক্ষতি থেকে চুলকে বাঁচেতে এখন থেকে চুল না বেঁধে ঘুমনোর অভ্যাস করতে পারেন।
রাতে চুল খুলে ঘুমালে ধীরে ধীরে চুল আবার গজাতে থাকবে।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন