বাড়িতে তুলসিগাছ রাখার কিছু নিয়ম আছে৷
কার্তিক মাসের বৃহস্পতিবার বাড়িতে তুলসিগাছ আনা খুব শুভ৷ বাস্তুশাস্ত্র মতে, বাড়ির উত্তর বা উত্তর পূর্ব দিকে তুলসিগাছ রোপন করা শুভ৷
বাড়ির দক্ষিণ দিকে কখনওই তুলসিগাছ রাখবেন না৷
প্রবেশদ্বারে তুলসিগাছ না রাখাই বাঞ্ছনীয়৷ যেখানে আবর্জনা থাকে, যেখানে চটিজুতো খোলেন সেখানে কখনওই তুলসিগাছ রাখবেন না৷
তুলসিগাছ নিয়মিত পুজো করুন৷ তুলসিমঞ্চে সন্ধ্যাপ্রদীপ দিন৷ কিন্তু সূর্যাস্তের পর কখনওই তুলসিগাছ স্পর্শ করবেন না
রবিবার, একাদশী তিথি, চন্দ্র বা সূর্যগ্রহণে তুলসি গাছ স্পর্শ করবেন না৷ রবিবার তুলসিগাছে জল দেবেন না৷
পুজোর ঘরে যথেষ্ট রোদ এলে সেখানে তুলসিগাছ রাখতে পারেন৷ তবে রান্নাঘর বা বাথরুমের কাছে তুলসিগাছ রাখবেন না
তুলসিগাছে সাদা বা উজ্জ্বল নীল রঙের চাদর চড়াতে পারেন না৷ লাল কাপড় তুলসিগাছে না দেওয়াই ভাল৷
বাড়িতে একাধিক তুলসিগাছ রাখলে সব সময় বিজোড় সংখ্যায় রাখুন৷ জোড় সংখ্যক তুলসিগাছ বাড়িতে রাখবেন না৷
নোংরা বস্ত্রে বা নোংরা হাতে তুলসিগাছ স্পর্শ করবেন না৷ এতে মা লক্ষ্মী আপনার উপর কুপিত হতে পারেন৷
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন