দাম্পত্যে ঝগড়া কমানোর সহজ উপায়
যদি মতের অমিলও হয়, তাহলেও সাময়িকভাবে চুপ করে থাকুন। পরে ভিন্ন মত জানাবেন।
অতীতকে সম্পর্কের মাঝে আনবেন না। এতে কিন্তু মতানৈক্য বাড়বে।
যদি দুঃখপ্রকাশ করার হয়, তাহলে সেটা নির্দ্বিধায় করুন। ক্ষমা চাইলে আপনি ছোট হয়ে যাবেন না।
সঙ্গীর সঙ্গে আপনার কথা উত্তপ্ত হয়ে গেলে থেমে যান। পরে আপনার অসন্তোষ ঠান্ডা মাথায় জানান সঙ্গীকে।
সঙ্গী তাঁর নিজের মনের ভাব প্রকাশ করলে তাঁকে থামিয়ে দেবেন না। তাঁকে বলতে দিন।
সঙ্গীর প্রশংসা করুন। তাঁকে ধন্যবাদ জানান। ঝগড়াকে কোনওমতেই ধ্বংসাত্মক হয়ে যেতে দেবেন না।
পেশাদার মনোবিদের কাছে কাউন্সেলিং করান। থেরাপিস্টের সংলাপে কিন্তু অনেক জটিল সমস্যাও দূর হয়।
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন