এই মাছগুলি খাওয়ার আগে সাবধান

মাগুর মাছের আকার যাতে তাড়াতাড়ি বাড়ে, সে জন্য মৎস্যজীবীরা নানান রকমের হরমোন ইনঞ্জেক্ট করেন মাছের শরীরে

বরং ছোট সাইজের মাগুর মাছ কিনুন। তাতে অনেক বেশি উপকার পাওয়া যাবে।

অনেকে বাসা-সলমন-ম্যাকারেল মাছ খেতেও অভ্যস্ত হয়ে পড়েছেন। 

কিন্তু সুস্বাদু হলেও এই মাছে রয়েছে পারদ। যা শরীরের পক্ষে ভয়ঙ্কর ক্ষতিকারক।

ম্যাকারেল মাছ খেলে পেটের মধ্যে পারদ জমতে শুরু করে। 

এর ফলে মারাত্মক বিপজ্জনক রোগও হামলা করতে পারে শরীরকে।

এছাড়া চিকিৎসকদের মতে, হাঁপানি বা আরথ্রাইটিস রোগ থাকলেও তেলাপিয়া মাছ না খাওয়াই কাম্য।

এই তিন মাছ ছাড়াও বাজার চলতি আরও কিছু কিছু এমন মাছও রয়েছে যা খাওয়ার পর অ্যালার্জির সমস্যা হতে পারে।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন