বলুন তো কোন ফলকে ‘অমৃত’ বলা হয়?

চাকরির পরীক্ষায় এমন অনেক প্রশ্ন আসে যা কিছুক্ষণের জন্য ঘাবড়ে দেয় পরীক্ষার্থীদের।

খুব সহজ মনে হলেও আদতে পরীক্ষার্থীদের অধিকাংশই জানেন না উত্তরটি।

আমরা অনেকেই জানি না কোন ফলকে অমৃত বলা হয়?

প্রচুর গুণাগুণ থাকায় আমলকিকে অমৃত ফল বলা হয়। এই ফলের গুণাগুণের কোনও সীমা নেই।

More Stories.

সিলিন্ডারে ঠিক ‘কতটা’ গ্যাস বাকি? ২ মিনিটের ‘নিনজা’ উপায়়ে বুঝে নিন আর কতদিন যাবে রান্নার গ্যাস? ঠকতে হবে না আর

মাত্র ১০টাকা খরচ! মিনিটে ঝকঝকে-তকতকে! নিজের মুখ দেখতে পাবেন! এইভাবে পরিষ্কার করুন বাথরুমের কোমড

ডায়াবেটিসে ‘মোক্ষম’ দাওয়াই! প্রেসারে ‘ম্যাজিক’! ক‍্যানসার ঘেঁষবে না! সকালে ১ গ্লাস জলে শুধু মেশান ‘এই’ ছোট্ট জিনিস

তবে এই ফলের এমন কিছু অজানা গুণাগুণ রয়েছে যা অনেকেই জানেন না।

এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। যার জন্য সর্দি-কাশি থেকে মুক্তি দিতে এর কোনও তুলনা হয় না।

হজম ক্ষমতা বাড়াতে অত্যন্ত সাহায্য করে আমলকি। পেটের সমস্যা মেটাতে উপকারী এই ফল।

নিয়ম করে এই ফল খেলে হজমের সমস্যা একেবারে নির্মূল হয়ে যেতে পারে।আমলকি খেলে ইমিউনিটি বাড়ে।

এই ফল খেতে মেটাবলিজম ঠিক থাকে এবং যার কারণে এই ফল খেলে ওজন কমাতে ভীষণ ভাবে উপকার পাওয়া যায়।

NEET-এ কম নম্বরেও করতে পারবেন MBBS! খরচা ভীষণ কম, গুণমানে সেরা দেশের এই ২০ বেসরকারি মেডিক‍্যাল কলেজ

পড়তে ক্লিক করুন