গাধার দুধের দাম জানেন? না জানলে শুনেই আকাশ থেকে পড়বেন। ভাববেন এই সব জিনিসের এত দামও হয় নাকি? দেখুন বিশ্বের সবচেয়ে দামি ৬ বস্তু।
মুনস্টার জুতো বিশ্বের সবচেয়ে দামি জুতো৷ এর দাম ১৬৩ কোটি টাকা। এই জুতো সোনার এবং হীরে জড়ানো। এই জুতো তৈরিতে ব্যবহার করা হয়েছে উল্কার অংশও।
জুতোয় লাগানো রয়েছে ৩০ ক্যারেট ডায়মন্ড। হিল সোনার তৈরি এবং ভ্যাম্পটি হীরে দিয়ে মোড়া৷ ২০১৭ সালে জুতোটি তৈরি করেছিলেন আন্তোনিওস ভিয়াট্রি।
ফ্রান্সে উৎপাদিত Le Bonnotte Potato এর দাম সোনা ও রুপোর দামের সঙ্গে রীতিমতো প্রতিযোগিতায় নামতে পারে। জানেন এই প্রজাতির আলুর এক কেজির দাম কত?
Le Bonnotte আলুর প্রতি কেজির দাম ৫০,০০০ টাকা।
গাধার দুধ সবচেয়ে দামি দুধ। আমেরিকা ও ইউরোপে এর চাহিদা বেশি। এখানে এক লিটার গাধার দুধের দাম ১৬০ ডলার পর্যন্ত হতে পারে।
অর্থাৎ, গাধার এক লিটার দুধের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ১৩ হাজার টাকা।
পৃথিবীর সবচেয়ে দামি পদার্থ হল অ্যান্টিম্যাটার। NASA র মতে, এর এক গ্রামের দাম প্রায় ৯০ ট্রিলিয়ন ডলার।
রোলস রয়েস বোট টেইল বিশ্বের সবচেয়ে দামি গাড়ি। যার মূল্য ২০৫ কোটি টাকা। এই গাড়ির সীমিত সংখ্যায় তৈরি করা হয়। তবে এই বিলাসবহুল গাড়িটি মাত্র ৪-সিটের৷
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন