ICU এবং CCU-এর পার্থক‍্য কী জানেন?

অনেক লোক আইসিইউ(ICU) এবং সিসিইউ(CCU) এর মধ্যে বিভ্রান্ত হয়।

যদিও এই দুটি শব্দ একই রকম শুনতে কিন্তু একে অপরের থেকে ভিন্ন।

আইসিইউ(ICU)-র ফুল ফর্ম ইনটেনসিভ কেয়ার ইউনিট, এবং সিসিইউ(CCU)-র ফুল ফর্ম ক্রিটিক‍্যাল কেয়ার ইউনিট বা করোনারি কেয়ার ইউনিট।

More Stories.

সিলিন্ডারে ঠিক ‘কতটা’ গ্যাস বাকি? ২ মিনিটের ‘নিনজা’ উপায়়ে বুঝে নিন আর কতদিন যাবে রান্নার গ্যাস? ঠকতে হবে না আর

মাত্র ১০টাকা খরচ! মিনিটে ঝকঝকে-তকতকে! নিজের মুখ দেখতে পাবেন! এইভাবে পরিষ্কার করুন বাথরুমের কোমড

ডায়াবেটিসে ‘মোক্ষম’ দাওয়াই! প্রেসারে ‘ম্যাজিক’! ক‍্যানসার ঘেঁষবে না! সকালে ১ গ্লাস জলে শুধু মেশান ‘এই’ ছোট্ট জিনিস

ICU শুধুমাত্র গুরুতর অসুস্থ রোগীদের যত্ন এবং সহায়তা প্রদান করে।

অপরদিকে, CCU হৃদরোগে আক্রান্ত রোগীদের যত্ন প্রদান করে।

আইসিইউ(ICU) সম্পূর্ণরূপে উন্নত লাইফ-সাপোর্ট সিস্টেম এবং মনিটরিং দিয়ে প্রস্তুত করা ঘর।

অপরদিকে, সিসিইউ (CCU) প্রধানত কার্ডিয়াক মনিটরিং, ডিফিব্রিলেটর এবং ইকেজি মেশিনের উপর ফোকাস করে।

সেপসিস এবং অঙ্গ-প্রতঙ্গ বিকল হওয়ার মতো অবস্থার আইসিইউতে(ICU) সেই সব রোগীদের চিকিত্সা করা হয়।

সিসিইউর(CCU) প্রধান ফোকাস হল কার্ডিয়াক সমস‍্যায় যে সকল রোগীরা ভুগছেন তাঁদের উন্নত স্তরের সহায়তা প্রদান করা।

৭ দিনে ‘স্লিম ও ট্রিম’! গলবে পেটের মেদ! রোজ টক দইয়ের সঙ্গে মিশিয়ে খান এই ৩ মশলা

পড়তে ক্লিক করুন