এই ৮ খাবার ফ্রিজে রাখবেন না

ফ্রিজে রাখলে অনেক খাবারের পুষ্টিগুণ নষ্ট হয়। কোনগুলি একেবারেই ফ্রিজে রাখবেন না, রইল তার তালিকা।

টম্যাটো- খুব ঠান্ডায় রাখলে চটজলদি টম্যাটো খুব নরম হয়ে যায়।

পেঁয়াজ- ফ্রিজের আর্দ্রতা পেঁয়াজের টাটকা ভাব নষ্ট করে দেয়। এমনকি ছাতা পড়ে যেতে পারে।

কলা- ফ্রিজে রাখলে কলার খোসা খুব তাড়াতাড়ি খয়েরি হয়ে যেতে থাকে।

মধু- ফ্রিজে রাখলে মধু ধীরে ধীরে শক্ত হয়ে যায়।

আচার- প্রিজারভেটিভ বেশি থাকায় আচার ফ্রিজের বাইরে বেশি টাটকা থাকে।

পাঁউরুটি- ফ্রিজে রাখলে পাঁউরুটি দ্রুত শুকিয়ে যায়।

রসুন- রেফ্রিজারেশনের ফলে রসুনের গন্ধ কমে যায়। তাড়াতাড়ি নষ্টও হয়।

আলু- রেফ্রিজারেশনের ফলে আলুর গন্ধে প্রভাব ফেলে। তাই কাগজের ব্যাগে সংরক্ষণ করা ভাল।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন