News 18 বাংলা

সাদা মেঝেতে ফুটছে না আলপনা? চাল, খড়িমাটি নয়…কী দিয়ে আঁকলে চোখ ধাঁধিয়ে যাবে সবার? শিখে নিন

By Ankita Tripathi

পুজোর সময় বাড়ি আলপনা এঁকে সাজানোর বাংলার বহু প্রাচীন একটি ঐতিহ‍্যবাহী রীতি

বিশেষত লক্ষ্মীপুজো এবং দীপাবলিতে বেশিরভাগ বাঙালি বাড়িই সেজে ওঠে অপূর্ব আলপনায়

দীপাবলীর রাতে আলো দিয়ে আলপনা এঁকে সাজানো তো বর্তমানে ‘ট্রেন্ড’ হয়ে দাঁড়িয়েছে

class="fill text-wrapper" style="white-space:pre-line;overflow-wrap:break-word;word-break:break-word;margin:1.6920980926430522% 0;font-family:"Noto Serif Bengali",serif;font-size:0.485437em;line-height:1.18;text-align:center;padding:0;color:#000000">কিন্তু প্রাচীন কালের সেই মাটির দালান বা লাল মেঝের বাড়ি এখন প্রায় দেখাই যায় না।

রঙ্গোলি: আবির দিয়ে রঙ্গোলি আঁকা এখন আলপনা আঁকার মতোই বেশ প্রসিদ্ধ। সাদা মেঝেতে রঙিন আবির ফুটবেও দারুন

লাল রং: আদি অকৃত্তিম আলপনার নকশা বজায় রাখতে চাইলে উপায় হল চাল বা খড়িমাটির বদলে লাল রঙের ব‍্যবহার।

ফেবরিক কালার বা অন‍্য কোনও দিব‍্যি ব‍্যবহার করতে পারেন

ঢিলে হয়ে গিয়েছে প্রেশার কুকারের রবার? ২ মিনিটে হয়ে যাবে ‘টাইট’! 

পড়তে ক্লিক করুন