প্রস্রাবে কি তৈরি হচ্ছে ফেনা? মুত্রের রং…এই কয়েকটি লক্ষণ দেখলে সতর্ক হয়ে যান
ডায়াবেটিস, কোলেস্টেরলের মতো চেনা সমস্যাগুলি শরীরে দানা বাঁধার আগে বিভিন্ন সংকেত দিয়ে জানান দেয়।
নিজের প্রস্রাবে কয়েকটি লক্ষণ দেখলে তখনই সতর্ক হয়ে যান, আপনার শরীরের অন্দরে বাসা বেঁধেছে ডায়াবেটিস
রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে বাধাপ্রাপ্ত হয় কিডনীর রক্ত ছাঁকবার বা পরিস্রুত করার ক্ষমতা।
ফলে বারবার প্রস্রাবের বেগ অনুভূত হয়। বিশেষ করে রাতে এই সমস্যা আরও বেশি হয়।
প্রস্রাব করার সময় জ্বালা অনুভব হতে পারে এবং প্রস্রাব করার সময় চাপ অনুভব হতে পারে।
প্রস্রাবে ফেনা প্রস্রাবে ফেনা উচ্চ রক্ত শর্করার সংকেত।
রক্ত শর্করার মাত্রা বেড়ে গেলে প্রস্রাবের রঙসাধারণ সময়ের তুলনায় অনেক গাঢ় হয়ে যায়
ডায়াবেটিস (Diabetes) থাকা ব্যক্তিদের মধ্যে গাঢ় হলুদ, হালকা বাদামী রঙের দেখা যায়
ঢিলে হয়ে গিয়েছে প্রেশার কুকারের রবার? ২ মিনিটে হয়ে যাবে ‘টাইট’!
পড়তে ক্লিক করুন