১ টাকায় ধোসা… বিশ্বাস হচ্ছে না?
১ টাকায় ধোসা… বিশ্বাস হচ্ছে না?
কিন্তু লখনউতে মানুষ প্রতি মাসের প্রথম বুধবার এই দামেই পান দুর্দান্ত স
্বাদ!
এখানে ধোসা খেতে কেউ কেউ তো ১০ বা ৩০ কিলোমিটার দূর থেকেও আসেন
কেউ এটি ইনস্টাগ্রামে দেখেছেন, কেউ বন্ধুর পরামর্শে এখানে এসেছেন।
লখনউয়ের চাটোরি গলিতে পাওয়া যায় এই বি
খ্যাত ধোসা!
চলুন জেনে নেওয়া যাক এই ১ টাকার ধোসার পেছনের গল্প কী?
লখনউতে এই ধোসা স্টলটির শুরু করেছিলেন বিকাশ নামে এক যুবক
বিকাশ মুম্বইয়ে কাজ করতেন। যখন করোনা মহামারী আসে, তখন তাঁর চাকরি চলে যায় এবং বিকাশ
বাড়িতে ফিরে আসেন।
মুম্বই থেকে লখনউ আসার পর, বিকাশ চাটোরি গালিতে একটি ধোসার স্টল
দেন।
অল্প সময়েই বিকাশের দোকানে যখন ভিড় হতে শুরু করে, তখন তিনি প্রতি মাসের প্রথম বুধবার তার গ্রাহকদের জন্য ১ টাকায় ধোসা বিক্রি শুরু
করেন।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন