ডার্ক সার্কেলকে বিদায় জানান ঘরোয়া উপায়ে
চোখের তলায় কালি এখন আজকের জীবনে খুবই পরিচিত এক সমস্যা৷
নির্মল সৌন্দর্য প্রকাশে বড় বাধা হয়ে দাঁড়ায় এই চোখের তলার কালি
ডার্ক সার্কেলকে রুখতে দূরে থাকুন অ্যালকোহল ও ধূমপান থেকে
ডার্ক সার্কেলের একটি বড় কারণ ঘুমের ঘাটতি৷ তাই রাত জাগবেন না
শরীরকে হাইড্রেটেড রাখতে সারাদিন বেশি করে জল খান
চা হয়ে গেলেও ফেলবেন না টি-ব্যাগ, ফ্রিজে রেখে দিন আর পরে চোখে লাগান
চোখের তলার কালি দূর করতে শশার উপকারিতা চিরকালীন
চোখকে ময়শ্চারাইজ করুন৷ বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন ডার্ক সার্কেল প্রতিরোধী ক্রিম৷
অ্যালোভেরা জেলের সঙ্গে এক চিমটি হলুদ গুঁড়ো মেশালেই তৈরি চোখের তলার ক্রিম৷
নিজেকে চিন্তামুক্ত রাখুন, আনন্দে থাকুন৷ তাহলেই দূরে থাকবে চোখের তলার কালি
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন