চশমা না লেন্স! কোনটা পরা ভাল!

 জেনে নিতে হবে চশমা না লেন্স কোনটা চোখের জন্য সব থেকে ভাল। এ বিষয়ে জানাচ্ছেন চক্ষু বিশেষজ্ঞ বরুণ মুখোপাধ্যায়!

লেন্স অনেক ধরণের হয়! যেমন ডেইলি ওয়ার লেন্সেস, সফট কনট‌্যাক্ট লেন্সেস, ডিসপোজেবল কনট‌্যাক্ট লেন্সেস, আরজিপি কনট‌্যাক্ট লেন্সেস প্রভৃতি

সাধারণত চোখের সৌন্দর্য বাড়ানোর জন্যই আজকাল লেন্সের প্রতি ঝোঁক বাড়ছে মানুষের!

চশমার বিকল্প কী হতে পারে লেন্স! বিশেষজ্ঞর মতে একেবারেই না!

কোনও অনুষ্ঠানে যাচ্ছেন তখন লেন্স পরতে পারেন। কিন্তু সর্বক্ষণ লেন্স পরে থাকা যাবে না!

যাদের চোখে প্লাস পাওয়ার, তাঁদের লেন্স না পরাই ভাল। কারণ তাতে সামনের জিনিস দেখতে আরও অসুবিধে হবে।

 যাদের মাইনাস পাওয়ার এবং খুব বেশি পাওয়ার তাঁদেরকে লেন্স পরতে বলেন ডাক্তাররা!

লেন্স পরলে অনেক সাবধানতা মানতে হয়। যা চশমার ক্ষেত্রে অনেক কম। তাই লেন্সের থেকে চশমাকেই বেশি ভাল মনে করা হয়!

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন