টুথপেস্টই বদলে দেবে জীবন!

সকাল বেলায় উঠেই যে কয়েকটি জিনিস কাজে লাগে, সেগুলির মধ্যে টুথপেস্ট হল অন্যতম। কিন্তু জানেন কি, দাঁত মাজা ছাড়াও বাড়ি পরিষ্কারের কাজে লাগতে পারে এটি।

সোনার গয়না অনেক সময় ঔজ্জ্বল্য হারায়। সেই গয়না পরিষ্কার করার জন্য টুথপেস্ট কাজে লাগতে পারে।

একটি পাত্রে জলের সঙ্গে টুথপেস্ট মিশিয়ে নিতে হবে। তার পর সেই মিশ্রণ সোনার গয়নার উপর লাগিয়ে রেখে কিছু ক্ষণ পর তা নরম কাপড় বা ব্রাশ দিয়ে তুলে ফেলতে হবে।

ট্রলি ব্যাগে অনেক সময় নানা রকম দাগ দেখা যায়। সে ক্ষেত্রে অর্ধেক চা-চামচ টুথপেস্টের সঙ্গে পরিমাণ মতো বেকিং সোডা মিশিয়ে নিতে হবে।

তার পর যে জায়গাগুলিতে দাগ আছে, সেখানে সেই মিশ্রণটি লাগিয়ে রাখার কিছু ক্ষণ পর পরিষ্কার এবং স্পঞ্জ দিয়ে সেই জায়গাটি পরিষ্কার করে নিতে হবে।

টাইলস ঝকঝকে রাখতেও সাহায্য করে টুথপেস্ট। উষ্ণ গরম জলে টুথপেস্ট মিশিয়ে রাখতে হবে।

তার পর সেটিকে টাইলসে লাগিয়ে কাপড় বা ব্রাশ দিয়ে মুছে নিতে হবে। এতেই নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে টাইলস।

জলের কল এবং আয়না পরিষ্কার করার জন্য কাজে লাগে টুথপেস্ট।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন