লঙ্কার জ্বালা কমান সহজ টোটকায়
লঙ্কা কাটতে গিয়েই হাতে ভীষণ জ্বালা!
খাওয়ারে স্বাদ আনলেও লঙ্কা কাটতে গিয়েই হয় বিপত্তি
লঙ্কার ঝাল লেগে হাত প্রচন্ড জ্বালা করে
এই ৬ টি সহজ ঘরোয়া উপায়ে মুক্তি পান এই জ্বালা থেকে
হাতের জ্বালাপোড়া থেকে মুক্তি দিতে পারে অ্যালোভেরা জেল৷
হাতের জ্বালাভাব কমিয়ে দিতে পারে আটাও, ঝাল তো কমবেই সেইসঙ্গে আটাও তৈরি রুটি করার জন্য
লঙ্কার জ্বালা দূর করতে ভরসা করতে পারবেন ঠান্ডা তেলের ওপর
পেপারমিন্ট ওয়েলের ঠান্ডা ভাবে জ্বালা কম আসবে
দই লঙ্কার জ্বালা কমিয়ে দেয় খুব তাড়াতাড়ি
জ্বালা ধরা জায়গায় দই লাগিয়ে কয়েক মিনিট ম্যাসাজ করুন
লঙ্কা কাটার আগে হাতে গ্লাভস পরে নিতে পারেন, এতে লঙ্কার ঝাল লাগার সম্ভাবনাই থাকে না
ছুরির বদলে কাঁচি দিয়ে লঙ্কা কাটতে পারেন
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন