মর্নিং কিস-এর উপকার জানলে চমকে যাবেন!

সকালে ঘুম ভাঙার পর যৌন মিলন নিয়ে অনেকেরই বিশেষ ভাললাগা রয়েছে। তবে বিতর্কও কম নেই।

সকালে ঘুম ভাঙার পর চুম্বনে অনেকেরই প্রবল অনীহা। প্রিয় মানুষের শ্বাসও তখন এককথায় দুর্গন্ধ বলে বিবেচনা হয়। 

 কিন্তু, মর্নিং কিস-এর কি পুরোটাই বাজে অভিজ্ঞতা? ডেইলিমেইল ইউকে-কে দেওয়া এক দন্ত বিশেষজ্ঞ কিন্তু অন্য কথা বলছে।

সম্প্রতি ওই সাক্ষাৎকারে তাঁর দাবি, ঘুম ভাঙার পর বাসি মুখে চুম্বন দাঁতের স্বাস্থ্যে দারুণ উপকারী প্রভাব ফেলে।

সেই সময় মুখে যে স্যালাইভার উৎপাদন হয় তা চেবানো, স্বাদগ্রহণ, খাবার গিলতে ও মুখের জীবাণুদের সঙ্গে লড়াই করতে সাহায্য করে

দাঁতে থাকা অ্যাসিডকেও নিয়ন্ত্রণ করে স্যালাইভা। এতে দাঁতের ক্ষয় রোধ করা সম্ভব হয়। মুখের দুর্গন্ধ দূর হতে সাহায্য হয়।

ঘুম ভাঙার পর প্রতিদিন টানা ৪ মিনিট করে বাসি মুখে চুম্বন করুন। এতে আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ারও বাড়ে।

যাদের ছোঁয়াচে রোগের প্রবণতা বেশি, ঠান্ডা লাগার প্রবণতা, দাঁতের স্বাস্থ্য ভাল নয়, তাঁদের জন্য সকালের চুম্বন উপকারী। 

দাঁতের স্বাস্থ্য বজায় রাখতে, মুখের দুর্গন্ধ দূর করতে দিনে দু'বার দাঁত মাজা ও ফ্লসিংয়ের পরামর্শ দিয়েছেন তিনি।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন