Continue reading পিঁপড়ে থেকে মুক্তির টোটকা "> Continue reading পিঁপড়ে থেকে মুক্তির টোটকা " />

পিঁপড়ে থেকে মুক্তির উপায়

পিঁপড়ের আসা যাওয়ার পথে চকের দাগ টেনে দিন।

লেবুর খোসা বা টুকরো দিয়ে রাখুন পিঁপড়ে চলাচলের পথে।

স্প্রে করুন গোলমরিচের গুঁড়ো মেশানো জল। এর ঝাঁঝে পিঁপড়ের উপদ্রব বন্ধ হবে।

Fill in some text

জল গরম করে তাতে নুন গুলে নিন। এ বার ওই মিশ্রণ ছড়িয়ে দিন ঘরের আনাচে কানাচে।

Fill in some text

জল ও ভিনিগারের মিশ্রণ স্প্রে করুন দরজা জানালার পাল্লা এবং ফ্রেমে।

দারচিনি, লবঙ্গগুঁড়ো, এসেনশিয়াল অয়েলের মিশ্রণ স্প্রে করুন পিঁপড়ের পথে৷

পুদিনাপাতার রস, এসেনশিয়াল অয়েল ১০ ফোঁটা করে মেশান এক কাপ জলে। তার পর ওই মিশ্রণ স্প্রে করুন ঘরের বিভিন্ন কোণে।

Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)

Fill in some text

Fill in some text

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন