ভরপুর এসি চালিয়েও ইলেকট্রিসিটি বিল কম আসবে
মেনে চলুন ৫টা টিপস, দেখবেন সারা রাত এসি চললেও বিদ্যুতের বিল দেখে মাথায় হাত দিতে হবে না
শরীরের তাপমাত্রা ৩৬-৩৭ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে
গরমে বাইরের তাপমাত্রা থাকে ৩৪-৩৮ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে।
তাই ঘরের তাপমাত্রা ১৬ কিংবা ১৮ ডিগ্রি না রেখে ২৪ ডিগ্রি সেন্টিগ্রেডে রাখুন।
তাপমাত্রা যত কমাবেন, কম্প্রেসর তত বেশি চলবে, ফলে তত বেশি বিদ্যুৎও খরচ হবে।
AC চালানোর সময় ঘরের প্রত্যেকটি দরজা ও জানলা সঠিকভাবে বন্ধ করুন। ঘর ঠাণ্ডা রাখতে জানলা-দরজার পর্দা টেনে দিন।
সারা রাত ঘরে এসি চালানোর প্রয়োজন হয় না। সারা রাত এসি চলার ফলে সকালের দিকে ঘর এমনিতেই ঠাণ্ডা হয়ে থাকে।
তাই টাইমার সেট করে রাখুন, যাতে ভোরবেলা এসি বন্ধ হয়ে যায়।
রাতে AC চালানোর আগে টিভি, ফ্রিজ ও অন্যান্য ইলেক্ট্রনিক ডিভাইস বন্ধ রাখুন, দেখবেন কম বিদ্যুৎ খরচ হবে।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন