কাঠফাটা গরমে সেরা লস্যির ঠিকানা!

বিহারের মাধেপুরা কর্পুরী চকে পাওয়া যায় অসাধারণ লস্যি

 রানি লস্যির দোকান। সেখানকার লস্যি একবার খেলে আর ভোলা যাবে না

মোষের দুধ দিয়ে দই তৈরি করা হয় এখানে 

তা দিয়ে তৈরি করা হয় গাঢ় লস্যি

রোজ সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত এই দোকান খোলা থাকে

রোজ সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত এই দোকান খোলা থাকে

এখানে এক গ্লাস লস্যির দাম ৩০ টাকা

বড় মাপের মাটির ভাঁড়ে লস্যির দাম ৪০ টাকা। অনেকেই এখানকার লস্যি পার্সেল করে নিয়ে যান

নানা জায়গা থেকে লোকজন এখানে আসেন লস্যি খেতে। এই দোকানে রোজ ৪০০ গ্লাস লস্যি বিক্রি হয়

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন