স্টাইল স্টেটমেন্ট হোক আর গ্রীষ্মের তীব্র দাবদাহে রোদের হাত থেকে বাঁচা। কম বেশি টুপি বা ক্যাপের ব্যবহার আমরা সকলেই করি।
বিশেষ করে ক্রিকেট, গলফের মত খেলায় টুপির প্রয়োজনীয়তা রয়েছে। এছাড়া স্টাইলের জন্যও আমরা টুপির ব্যবহার করে থাকি।
বর্তমানে যে ক্যাপে ওপরের অংশ একটি বোতাম থাকে। কিন্তু কেন থাকে এই বোতাম, এর কাজ কী, সেই উত্তর অজানা অনেকেরই কাছে।
টুপি বা ক্যাপের উপর যে বোতামকে স্কোয়াচি বলা হয়। আর এই বোতাম লাগানোর জন্য রয়েছে একাধিক কারণ।
টুপিতে মোট ৬টি অংশ থাকে। অতীতে যখন কারখানায় এই অংশ জুড়ে দেওয়া হত। তাতে দেখতে বাজে লাগত ও মাঝখানে ফাঁকা থাকত।
পরের দিকে ওই ফাঁকা অংশ ঢাকার জন্যই ওখানে বোতাম দেওয়া শুরু হয়। তবে শুধু ফাঁকা অংশ ঢাকার জন্যই নয়। এছাড়াও রয়েছে অন্য কারণ।
বোতামটির কারণে টুপি মজবুত হয়ে থাকে। ৬টি কাপর ওই একটি বোতামের সঙ্গে জুড়ে দেওয়া হয় যাতে পোক্ত থাকে ও ছিঁড়ে না যায়।
এর পাশাপাশি টুপি খেলাধুলার একটি গুরুত্বপূর্ণ অংশ। শুধু রোদ থেকে বাঁচার জন্যই নয়, টুপি অনেক সময় প্লেয়ারদের সুরক্ষার কাজেও লাগে।
এছাড়া বর্তমানে টুপির ওই বাটনটি স্টাইলে পরিণত হয়েছে। এটি না থাকলে টুপিটি দেখেতে খুব অদ্ভূত লাগবে।
তাই ক্যাপ কিনলে এখন বোতাম থাকতেই হবে। এটি টুপির অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে।