মানিব্যাগে এই জিনিস রাখলেই টাকা আসে

আর্থিক সমস্যায় জীবন জেরবার? বাজারে বিশাল ধার-দেনা?

কিছুতেই খরচ সামলাতে পারছেন না? টাকা জমছে না কোনও উপায়ে? চিন্তা করবেন না!

জ্যোতিষশাস্ত্র বলছে, টাকার পার্সে রাখুন এই ক'টা জিনিস, অভাব দুর হবে, হাতে আসবে বিশাল টাকা--

২১ টি চাল একটা কাগজে মুড়ে আপনার পার্সে রেখে দিন। অভাব দূর হবে, রোজগার বাড়বে

জ্যোতিষশাস্ত্র মতে, মানিব্যাগে কয়েকটি কড়ি রাখলে আর্থিক অভাব দূর হয়।

একটি লাল কাপড়ে পদ্মের বীজ বেঁধে মানিব্যাগে রাখুন

দেখবেন, অপ্রয়োজনীয় খরচ থেকে মুক্তি পাবেন। টাকা জমবে, বাড়বে টাকার রোজগারও

পার্সে সবসময় একটি অশ্বত্থ গাছের পাতা রাখুন। এতে টাকার অভাব দূর হবে। 

পাতাটি শুকিয়ে গেলে আর একটি নতুন সতেজ পাতা ব্যাগে রাখতে হবে।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন