স্বপ্ন সবাই দেখে। কেউ জেগে, কেউ ঘুমিয়ে। বিশেষজ্ঞরা ঘুমিয়ে দেখা স্বপ্নের বিভিন্ন ব্যাখ্যা দেন

স্বপ্নে পড়ে যাওয়া, খিদে পাওয়া এমনকী মৃত্যুও দেখেন অনেকে। জানেন স্বপ্নে মাছ দেখারও নানা ব্যাখ্যা রয়েছে

স্বপ্নে যদি বড় মাছ দেখেন, সেটা অশুভ মনে করা হয়। এই স্বপ্ন আসলে নেতিবাচকতার প্রতিফলন

শার্কের স্বপ্ন দেখেন নাকি আপনি? এই স্বপ্ন কিন্তু ভবিষ্যতে ঋণ গ্রহণের ইঙ্গিত দেয়

ডলফিনের স্বপ্নকে শুভ মনে করা হয়। এই স্বপ্ন ব্যক্তিকে ধন ও স্বাস্থ্য লাভের দিকে ইশারা করে

রঙিন মাছের স্বপ্নকেও খুবই শুভ ইঙ্গিত মনে করা হয়। এটি রঙিন জীবনের কথা বলে

মাছ ধরার স্বপ্ন দেখলে বুঝতে হবে, আপনার পরিশ্রম সফল হবে। শীঘ্র ধন লাভের দিকেও ইঙ্গিত

সাঁতার কেটে মাছ ধরার স্বপ্ন কঠিন পরিশ্রমের দিকে ইশারা করে থাকে

আবার সাঁতার কেটে যদি মাছ ধরে ফেলেছেন, এমন স্বপ্ন দেখেন, তা হলে সেটি কঠিন পরিশ্রমের ফল সাফল্য লাভের বিষয় নিশ্চিয়তা প্রদান করে

আপনি কি স্বপ্নে মাছ দেখেন? তাহলে অবশ্যই মিলিয়ে দেখুন জীবনে কী হতে চলেছে

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন