মেষ-মিথুন (Aries-Gemini): দুঃসাহসিক দুই মানুষ। তাদের মিলন যেন আগুনের ফুলকির মতো।
বৃষ-কর্কট (Taurus-Cancer): দু’জনের অনুভূতিই খাপ খায় বেশ। একই ধরনের মূল্যবোধ মনের মিলনে সাহায্য করে।
সিংহ-তুলা (Leo-Libra): একে অপরের প্রশংসা করায় পিছপা নয়। ফলে মানসিক বন্ধন আরও অটুট হতে থাকে।
মকর-মীন (Capricorn- Pisces): বাস্তববুদ্ধি এবং আবেগের মিলন। দু’টি মানুষের সম্পর্কে সমতা বজায় রাখে।