৫০ বছর বয়স হল বাপুজি কেকের!

বাপুজি কেক। কলকাতার চায়ের দোকানে গেলে ৬ টাকার বাপুজি কেক পাওয়া যাবেই। স্বাদে অসাধারণ।

এক চা আর বাপুজি কেক মানেই ভরপেট আহার। চলতি পথে বহু মানুষ রোজ এই কেক খান। তবে এই কেকের ইতিহাস জানলে অবাক হবেন।

প্রতিদিনন এই কেক ৫০ হাজারের বেশি বিক্রি হয়। এই কেক তৈরির সময় সব থেকে বেশি নজরে রাখা হয়েছিল পড়ুয়াদের কথা। চট জলদি টিফিনের কথা মাথায় রেখেই তৈরি হয়।

১৯৭৩ সালে হাওড়া নিবাসী ব্যবসায়ী অলোকেশ জানা একটি বেকারি তৈরি করেন নিউ হাওড়া বেকারি নামে।

প্রথম ইউনিট খোলেন হাওড়ার পল্লব পুকুর এলাকায়। হাওড়ার পাশাপাশি শ্রীরামপুর ও লেকটাউনেও শুরু হয় নতুন ফ্যাক্টারি!

অলোকেশ বাবুর পরে বাপুজি কেকের বর্তমান কর্নধার তাঁর দুই ছেলে।

বাপুজি কেকের দাম মাত্র ৬ টাকা! সেই সঙ্গে দারুণ স্বাদ!

বর্তমানে বাপুজি কেকের বয়স ৫০ বছর। ৫০ বছর বয়স হল এই কেকের।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন