এমন অনেক গাছ আছে, যার গন্ধ এতই তীব্র যে মশা তা সহ্য করতে পারে না। বাড়িতে সাজসজ্জার অঙ্গ হিসাবে এই জাতীয় গাছ লাগান৷ তাতে এক ঢিলে দুই পাখি মারা যায়৷