ঘন সবুজ পাহাড়৷ কোথাও কোথাও সেই পাহাড়ের ঢাল বেয়ে নেমে এসেছে মেঘ৷ আর পাহাড়ের ঠিক কোলের কাছে শীর্ণ ঝোরার মতো পাতা রেলপথ৷ এই পাঁচটি রেল স্টেশনের সৌন্দর্য যে কোনও পর্যটন স্থলকে হার মানিয়ে দেবে৷
আমবাসা রেলওয়ে স্টেশন, ত্রিপুরা: ঘন জঙ্গলে ঘেরা পাহাড়ের ঠিক মাঝখানে অবস্থিত এই স্টেশনটি৷ এটি উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে অঞ্চলের অধীনস্থ।
কাঠগোদাম রেলওয়ে স্টেশন, উত্তরাখণ্ড: নৈনিতাল থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত৷ স্টেশনের চারপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে সবুজ পাহাড়৷ পিছনে ঘন নীল পাহাড়ি আকাশ।
কারওয়ার রেলওয়ে স্টেশন, কর্ণাটক: কোঙ্কন রেলওয়ের অধীনস্থ এই স্টেশনও খুব সুন্দর এবং সবুজ।
দুধসাগর রেলওয়ে স্টেশন, গোয়া: চেন্নাই এক্সপ্রেসের সেই বিখ্যাত দৃশ্য এবং সেই বিখ্যাত রেল স্টেশন৷ সামনে ছোট্ট রেল পুল আর পিছন দিয়ে দুধের মতো ফেনিল ঝরনা ঝাঁপিয়ে পড়ছে নীচে৷
কোঙ্কন রেলওয়ে রুট তার সৌন্দর্যের জন্য সারা দেশে বিখ্যাত। এই স্টেশনে একটি মাত্রই প্ল্যাটফর্ম আছে।
চেরুকারা রেলওয়ে স্টেশন, কেরল: কেরলের মালাপ্পুরম জেলার চেরুকারা স্টেশনটিও সবুজ উপত্যকায় নির্মিত হয়েছে।
সেবক রেলওয়ে স্টেশন: দার্জিলিং জেলার সেবক জংশন। এই স্টেশনের সৌন্দর্য বাঙালিকে বলে দিতে হবে না৷
মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্যের মধ্যে অবস্থিত এই স্টেশন সেবক রেলওয়ে সেতুর ঠিক পাশেই তৈরি করা হয়েছে।