গাছের জালে সারি সারি 'কঙ্কালের মাথা'। ভয়ে আঁতকে উঠলেন। ভয় পাবেন না। এমন ফুল সম্পর্কে জানা আছে আপনার?

এই ফুলের নাম ড্রাগন ফুল। ইউরোপ, উত্তর আফ্রিকা ও যুক্তরাষ্ট্রের বাগানে বেশ জনপ্রিয়। যা দেখতে অনেকটা কঙ্কালের মত।

পাপড়ির গঠন ড্রাগনের মুখের মতোই বলে এমন নামকরণ। লালচে বা গোলাপি চমৎকার এই ফুলের রূপ দেখে মুগ্ধ হবেন সবাই। 

কিন্তু ফুল শুকিয়ে পাপড়ি ঝরে যাওয়ার পর এর ফল বা বীজধারকের গঠন চমকে দেবে যে কাওকে। শুকনো ফলটি যেন মানুষের কঙ্কাল।

ফুলটি পরিচিত স্ন্যাপ ড্রাগন নামেও। এমন বৈচিত্র্যের কারণে ড্রাগন ফুল নিয়ে প্রাচীনকাল থেকেই রচিত হয়েছে নানা কিংবদন্তি।

কথিত আছে,এর বীজপত্র খেলে নারী যৌবন ও সৌন্দর্য হারিয়ে ফেলে। এছাড়া ঘরে ছড়িয়ে দিলে জাদু, অভিশাপ থেকে রক্ষা পাওয়া যায়

রানী ভিক্টোরিয়ার আমলে এই ফুল প্রতারণা, রহস্য ও সন্দেহের প্রতীক হিসেবে বিবেচিত হত। ড্রাগন ফুল একই সঙ্গে প্রতারণা ও বিশ্বাসের প্রতীক।

ড্রাগন ফুলের অদ্ভুত রূপান্তরের ব্যাপারে জৈব রসায়নবিদ জোহানা এল রোজ বলেন, এই কঙ্কাল আসলে বীজপত্র।

এছাড়া তিনি বলেন, ফুলের পরাগায়নের পর পাপড়ি ঝরে গেলে এমন রূপ ধারণ করে। যা কঙ্কালের মতন। 

গর্ভাশয়ের ভেতর পুংকেশর ও অন্য উপাদানের অবস্থান এমন ফাঁকা যে, তাতে বাইরে চোখ-নাক ও মুখের আদল তৈরি হয়েছে। 

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন