মাথার চুল পড়ার সমস্যায় কমবেশি সকলেই ভুগে থাকেন৷ তবে  অতিরিক্ত  চুল উঠলে তা ভীতির কারণ হয়ে দাঁড়ায়৷ 

চুল উঠে টাক পড়তে শুরু করলে অনেকেই বলেন টাকপোকা খেয়েছে৷ কিন্তু কী এই টাকপোকা? তা নিয়ে নানা মতামত রয়েছে৷

পোকার সঙ্গে এর আদতেও কোনও সম্পর্ক নেই৷  পোকা লেগে চুল উঠে যাওয়া এই ধারণাটাই পুরো অবৈজ্ঞানিক ও ভিত্তিহীন৷ 

এটি আসলে একটা চুলের অসুখ৷ যার নাম অ্যালোপেশিয়া অ্যারিয়েটা৷

অ্যালোপেশিয়া হল এক ধরনের অ্যালার্জি, এটি হলে চুলের গোড়া থেকে নষ্ট হয়ে যায়৷ যার ফলে মাথার কিছু কিছু অংশে গোল গোল দাগ হয়৷

যাদের অ্যাটোপিক অ্যালার্জি রয়েছে তাদের এই রোগ হওয়ার প্রবণতা একটু বেশি থাকে৷ 

এছাড়া যাদের শ্বেতি রয়েছে তাদের অ্যালোপেশিয়া হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে৷

যারা প্রচন্ড স্ট্রেস নিচ্ছেন তারাও এই রোগে আক্রান্ত হতে পারেন৷ 

যাদের আর্থ্রাইটিস রয়েছে তাদেরও এই সমস্যা দেখা দিতে পারে৷

অনেক সময় ফাকা জায়গায় নিজে থেকেই চুল গজিয়ে যায়৷ তবে যাদের  নিজের থেকে  চুল না গজায়, তাদের অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত৷

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন