ওজন ঝরাতে অব্যর্থ মেথি

রান্না ঘরে থাকা মশলা অনেক সমস্যা থেকে মুক্তি দিতে পারে৷ 

মেথি কত শত বছর ধরে দেশের মানুষের নানারকম সুস্থতার কাজে ব্যবহৃত হয়ে আসছে৷ 

প্রাথমিক ভাবে মেথির অনেক গুণ রয়েছে৷ প্রথমত এটি হজম-কারক৷ 

অ্যাসিডের নিয়ন্ত্রণ বজায় রাখতে সাহায্য করে৷ 

মেথির মধ্যে যে ফাইবার থাকে, তা ওজন কমাতে সাহায্য করে৷ 

শরীরে সুগার লেভেল ঠিক রাখতে ও খারাপ কোলেস্টরল কমাতেও এটি সাহায্য করে৷ 

গরম জলে মেথি ভিজিয়ে সেই জল পরে পান করা যায়৷ 

মেথি জলে সারারাত ভিজিয়ে রাখতে হবে৷ তার পর জলটি ছেঁকে আলাদা করে নিতে হবে৷

তার পর সেই জল জল ফুটিয়ে নিতে হবে৷ চিনি গুলে খেয়ে ফেলতে হবে সকালেই৷ 

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন