পায়ের পাতায় জ্বালা করে কেন, হতে পারে সর্বনাশ

অনেক সময় পায়ের পাতায় জ্বালা অনুভূত হয়

মনে হয় যেন পায়ের পাতায় সূঁচ ফুটছে বা জ্বালা করছে

অনেক সময় অকারণে পায়ে ব্যথা হয় অতিরিক্ত, মনে হয় একটু বসার পরেই বুঝি আর পা নাড়ানো যাবে না

বেশিরভাগ ক্ষেত্রে এটি স্নায়বিক রোগ বলে চিহ্নিত করা যেতে পারে৷ স্নায়ু ক্ষতিগ্রস্থ হলে এমনটা ঘটে৷ 

চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় একে বলা হয় পেরিফেরাল নিউরোপ্যাথি। নিউরোপ্যাথির একটি বড় কারণ হল অনিয়ন্ত্রিত ও দীর্ঘদিনের ডায়াবেটিস।

কিডনি ও থাইরয়েড সমস্যায়,  ভিটামিন বি১২ ও বি১-এর অভাব, মদ্যপানে এটা হতে পারে

রিউমাটয়েড আর্থ্রাইটিসের রোগেও এমন সমস্যা দেখা দিতে পারে। কিছু ওষুধের প্রতিক্রিয়ায় পায়ে জ্বালাপোড়া হতে পারে

যদি এই সমস্যা দীর্ঘদিন থাকে, পায়ের পাতায় বা আঙুলে সাড় চলে যায়, তা হলে চিকিৎসককে দেখান

চিকিৎসক অতি সহজেই আপনার সমস্যার সমাধান করতে পারবেন, খুব বেগ পেতে হবে না৷

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন