দেশের মতই ভারতীয় মুদ্রার ইতিহাসও অনেক প্রাচীন। যার অনেক কিছুই আমাদের অজানা।

তেমনই একটি বিষয় হল পুরনো ১০০ টাকার নোটের পিছনে কেন পাহড়ের ছবি থাকে।

এটি কোন পাহাড়ের ছবি তা নিয়েও কৌতুহল রয়েছে অনেকের মধ্যে।

বর্তমানে বাজারে নতুন ও একটু ছোট ও বেগুনী রঙের  ১০০ টাকার নোট দেখা যায়। 

পুরোনো বড় নোটও রয়েছে। সেই নোটের পেছনে আমরা সকলেই দেখেছি বরফাবৃত পর্বতশঙ্গ।

১০০ টাকার ভারতীয় নোটের পিছনে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার ছবি রয়েছে।

নোটের পর্বত চূড়ার  ছবির সঙ্গে কঞ্চনজঙ্ঘাকে মিলিয়ে দেখলেই সেটি বোঝা যাবে।

জানিয়ে রাখি, ১০০ টাকার নোটে কাঞ্চমজঙ্ঘার এই ছবিটি সিকিমের পেলিং থেকে তোলা হয়েছে। 

সিকিম এবং দার্জিলিংয়ের স্থানীয় লোকেরা একে পবিত্র মনে করে পূজা করে। 

সেই কারণেই ১০০ টাকার পুরোনো নোটে এই ছবি ব্যবহার করা হয়েছে। 

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন