ভারতের সবচেয়ে বড় নদী কোনটি? 

ভারতে অনেক নদী প্রবাহিত, তাই ভারতকে নদীর দেশও বলা হয়।

ভারতের দীর্ঘতম নদী হল গঙ্গা। 

যা ২৫২৫ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে বঙ্গোপসাগরে পৌঁছেছে।

এই নদীটি এশিয়ার একটি আন্তঃসীমান্ত নদী। 

এটি ভারত হয়ে বাংলাদেশে যায় এবং তারপর বঙ্গোপসাগরে মিলিত হয়।

গোদাবরী নদী ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী, এর দৈর্ঘ্য প্রায় ১৩৬৫ কিমি।

যমুনা ভারতের তৃতীয় বৃহত্তম নদী হিসাবেও পরিচিত, এর দৈর্ঘ্য ১৩৭৫ কিমি। 

হিন্দু ধর্মে যমুনা নদীকেও গঙ্গা নদীর মতো পূজা করা হয়। 

যমুনা নদীর উৎপত্তি উত্তরাখণ্ডের হিমবাহ থেকে।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন