বিশ্বের সবচেয়ে কঠিন ভাষা কোনটি? উত্তরে অবাক হবেন

ম্যান্ডারিন চিনা ভাষা হল পৃথিবীর সবচেয়ে কঠিনতম ভাষা। 

প্রায় ১.৩ বিলিয়ন মানুষের মাতৃভাষা হওয়া সত্ত্বেও ম্যান্ডারিন হল পৃথিবীর সবচেয়ে কঠিন ভাষা।

ম্যান্ডারিন ভাষাতে প্রায় হাজারের ও বেশি অক্ষর আছে। 

যা এই ভাষাকে বানিয়েছে পৃথিবীর সবচেয়ে কঠিন ভাষা।

এই প্রত্যেকটি অক্ষরকে আলাদা ভাবে মনে রাখতে হয়। 

যার কারণে ম্যান্ডারিন ভাষার বাচ্চাদেরও এই ভাষা পড়তে ও লিখতে শিখতে সময় লাগে প্রায় ৬ বছর।

ম্যান্ডারিন শব্দ ডিকশনারিতে খোঁজাকে চিনে একধরনের স্কিল হিসেবে ধরা হয়। 

ম্যান্ডারিন ভাষা কঠিন হওয়ার আরও একটি কারণ হল এটি একটি “টোন ল্যাংগুয়েজ”। 

যার মানে ম্যান্ডারিনে একটি শব্দের চারটি বা তারও বেশি অর্থ থাকতে পারে।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন